সোমবার দক্ষিণ পশ্চিম এবং নিকটবর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'মন্থা'। সেটি মঙ্গলবারই গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। লেটেস্ট ওয়েদার বুলেটিনে মৌসম ভবন জানিয়েছে, ২৮ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার রাতে গভীর হবে ঘূর্ণিঝড়। অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময়ে তার গতিবেগ হবে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ৩১ তারিখ পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।