Advertisement

Dev In Parliament: 'আমি থাকি বা না থাকি...ঘাটালের মানুষ যেন ভাল থাকে', সংসদের শেষদিনে আবেগে দেব

সংসদের শেষ অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হলেন দীপক অধিকারী অর্থাৎ দেব। তিনি বলেন, আমি প্রথম দিনও সংসদে বলেছিলাম, শেষ দিনেও ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলবো। বাংলায় দেব বলেন, আমি থাকি বা না থাকি ঘাটাল আমার হৃদয়ে থাকবে। ঘাটালের মানুষ যেন ভাল থাকে।

Advertisement
POST A COMMENT