Advertisement

পাকিস্তানের Sindh দখল নেবে India? Rajnath Singh এর মুখেই শুনুন

'সিন্ধ প্রদেশ আবার ভারতের সঙ্গে জুড়েও যেতে পারে।' শুক্রবার দিল্লিতে ‘সিন্ধি সমাজ সম্মেলনে’ অংশ নিয়ে এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিংয়ের কথায়, 'ভৌগোলিক সীমানা সদা পরিবর্তনশীল। এমনও হতে পারে যে, কাল হয় তো সিন্ধ আবার ভারতের সঙ্গে জুড়ে গেল।' তাঁর এই মন্তব্যের পরেই সম্মেলনে হাততালির ঝড় ওঠে। তবে পুরো বিষয়টিতে বেশ 'আঁতে ঘা' লেগেছে পাকিস্তানের। এই নিয়ে বিবৃতিও প্রকাশ করে সেদেশের বিদেশমন্ত্রক।

Advertisement
POST A COMMENT