দিল্লি বিস্ফোরণের অভিযুক্তের চোখেমুখে কোনও অনুশোচনা নেই। অভিযুক্ত আমির রশিদ আলির আইনজীবী স্মৃতি চতুর্বেদী এমন বললেন। লালকেল্লা বিস্ফোরণের সন্ত্রাসী অভিযুক্ত উমর নবীর সহযোগী আমির রশিদ আলিকে গ্রেফতার করেছে এনআইএ। তাকে ১০ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। আদালতে অভিযুক্ত আমির রশিদ আলির সরকারি আইনজীবী স্মৃতি চতুর্বেদী কী বললেন, দেখুন।