দিল্লি বিস্ফোরণের ঘটনায় বড়সড় পদক্ষেপ সরকারের। IED ব্লাস্ট করে জঙ্গি উমর নবির পুলওয়ামার বাড়ি উড়িয়ে দিল নিরাপত্তা এজেন্সি। দিল্লিতে লালকেল্লার সামনে গত ১০ নভেম্বর গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল এই জঙ্গিই। আত্মঘাতী হামলা চালিয়েছিল বলেই প্রাথমিক তদন্তে অনুমান। ডা: উমর-উন-নবি ছিল কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা, পেশায় চিকিৎসক। জানা গিয়েছে, এই অ্যাকশন বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোররাতের মধ্যে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। যে হুন্ডাই i20 গাড়িতে লালকেল্লার সামনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, সেটিতে উমরই ছিল তার প্রমাণ মিলেছে। ম্যাচ হয়েছে তার DNA। এই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন।