পুলিশের হাতে রয়েছে দেশের আইনরক্ষা করার ক্ষমতা। কিন্তু অনেকসময়ই নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধেই। এরকম একটি মামলায় দুই পুলিশকর্মীকে বেতন থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রমন্যম প্রসাদ। এই নির্দেশের ফলে নিয়ম ভাঙলে যে পুলিশও শাস্তি পেতে পারে এই বার্তাই পৌঁছবে দেশের মানুষের কাছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই নির্দেশকে যুগান্তকারী বলেও মনে করা হচ্ছে।
Delhi HC orders 2 cops to pay Rs 50,000 to fruit seller