Advertisement

Delhi Heavy Rain: তুমুল বৃষ্টি, রাজধানীতে জারি রেড অ্যালার্ট

ভারী বৃষ্টির জেরে দিল্লি-এনসিআর এলাকায় জারি করা হল রেড অ্যালার্ট। বুধবার সন্ধ্যা থেকে রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। যার জেরে বিভিন্ন এলাকায় জল জমে গিয়েছে, বিঘ্নিত যান চলাচলও। একই ছবি ধরা পড়ল কারোল বাগ মেট্রো স্টেশন এলাকাতেও। বৃষ্টির জেরে জলমগ্ন রাস্তা। এছাড়াও ময়ূর বিহার, নয়ডায় গৌর সিটি, ফিল্ম সিটি-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। দিল্লি-নয়ডা এক্সপ্রেসওয়ের বিভিন্ন আন্ডারপাসও জলমগ্ন হয়ে পড়েছে।

Advertisement
POST A COMMENT