দিল্লিতে কালকাজিতে ব্যস্ত রাস্তায় আচমকা ভেঙে পড়ল গাছ। সোজা গিয়ে পড়ল বাইকের উপর। মৃত্যু হয়েছে বাইক চালক সুধীর কুমারের। তাঁর মেয়ে প্রিয়া হাসপাতালে চিকিৎসাধীন। পরে দুটি ক্রেন এবং একটি বুলডোজারের সাহায্যে রাস্তা থেকে গাছটি সরানো হয়েছে।