Advertisement

Taj Mahal ডুবে যাবে নাকি! সব গিলছে যমুনা, VIDEO

উত্তরপ্রদেশের আগ্রায় বিপজ্জনকভাবে ফুলে উঠেছে যমুনা নদী। জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। এর ফলে তাজমহলের পিছন দিক পর্যন্ত জল পৌঁছে গিয়েছে। শহরের নানা ঘাট যেমন কেলাশ, দশহরা, হাতিঘাট, বাল্কেশ্বর ডুবে গিয়েছে। শ্মশানঘাটের নিচের অংশেও জল ঢুকে পড়েছে। নিরাপত্তার জন্য পুলিশ ও রিভার প্যাট্রোল মোতায়েন করা হয়েছে, সবার জন্য ঘাটে যাওয়া বন্ধ। জেলা প্রশাসক স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যমুনার ধারে না যেতে। আগ্রার পরিস্থিতি নির্ভর করছে হরিয়ানার হাতনিকুণ্ড ব্যারাজ থেকে কতটা জল ছাড়ছে তার উপর। আরও জল ছাড়লে বিপদ আরও বাড়তে পারে।

Advertisement
POST A COMMENT