Advertisement

Delhi MCD Election result 2022: দিল্লি পুরনিগম হাতছাড়া বিজেপির, জয়ী আম আদমি পার্টি

১৫ বছর পর দিল্লি পুরনিগম হাতছাড়া বিজেপির। জয়ী আম আদমি পার্টি। ৪ ডিসেম্বর এমসিডির ২৫০টি আসনে ভোট হয়। এই নির্বাচনে ২৫০টি ওয়ার্ডে মোট ১৩৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ১৫ বছর ধরে দিল্লি এমসিডির নিয়ন্ত্রণ ছিল বিজেপির হাতে। তবে এবার জয় আম আদমি পার্টির।

Delhi MCD Election result 2022

Advertisement
POST A COMMENT