Advertisement

দিল্লিতে পিটবুলের আক্রমণে ক্ষতবিক্ষত শিশু, VIRAL

দিল্লিতে পোষা কুকুরের আক্রমণে গুরুতর জখম হল ছয় বছরের এক শিশু। প্রেমনগরে বাড়ির সামনে খেলছিল সে। আচমকাই প্রতিবেশীর বাড়ি থেকে বেরিয়ে আসে একটি পিটবুল। মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ে শিশুটির উপর। কামড়ে তার ডান কান ছিঁড়ে নেয়। গোটা বিষয়টিতে থতমত খেয়ে যান কুকুরের মালিক। কোনওরমকে কুকুরের বকলেস ধরে টেনে নিয়ে যান মহিলা। তবে ততক্ষণে রক্তাক্ত অবস্থা শিশুটির। গোটা ঘটনাই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। পরে গ্রেফতার করা হয়েছে কুকুরের মালিককে।

Advertisement
POST A COMMENT