Advertisement

Al Falah University থেকে Red Fort, ১০ নভেম্বর Dr Umar Nabi i20 car কোথায় কোথায় ছিল?

দিল্লির আত্মঘাতী বোমারু ডক্টর উমর নবী লাল কেল্লায় বিস্ফোরণের আগে বিস্ফোরকবোঝাই আই-২০ গাড়ি রাজধানী জুড়ে চালিয়েছিলেন। তিন ডজনেরও বেশি সিসিটিভি ক্যামেরার ব্যবহার করে ইন্ডিয়া টুডে ওপেন-সোর্স ইন্টেলিজেন্স (OSINT) টিম এই 3D ভিডিওটি তৈরি করেছেন। ১০ নভেম্বরের বিস্ফোরণের আগে যেখানে যেখানে গাড়িটি দেখা গিয়েছিল, সেই সমস্ত জায়গা দেখানো হয়েছে মানচিত্রে। সেই সঙ্গে অ্যানিমেশনে সাদা গাড়িটির গতিবিধি।

Advertisement
POST A COMMENT