দিল্লির আত্মঘাতী বোমারু ডক্টর উমর নবী লাল কেল্লায় বিস্ফোরণের আগে বিস্ফোরকবোঝাই আই-২০ গাড়ি রাজধানী জুড়ে চালিয়েছিলেন। তিন ডজনেরও বেশি সিসিটিভি ক্যামেরার ব্যবহার করে ইন্ডিয়া টুডে ওপেন-সোর্স ইন্টেলিজেন্স (OSINT) টিম এই 3D ভিডিওটি তৈরি করেছেন। ১০ নভেম্বরের বিস্ফোরণের আগে যেখানে যেখানে গাড়িটি দেখা গিয়েছিল, সেই সমস্ত জায়গা দেখানো হয়েছে মানচিত্রে। সেই সঙ্গে অ্যানিমেশনে সাদা গাড়িটির গতিবিধি।