Advertisement

Tiger Cubs Birthday: যমজ বাঘ শাবকের জন্মদিন পালন হল দিল্লির চিড়িয়াখানায়

দিল্লি চিড়িয়াখানা শনিবার সাদা বাঘিনী সীতার যমজ শাবক অবনী এবং ব্যোমের প্রথম জন্মদিন উদযাপন হল। রীতিমতো কেক কেটে বাঘের জন্মদিন পালন করা হয়। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্কুলের ছাত্ররা এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। দিল্লির চিড়িয়াখানায় বর্তমানে সাতটি রয়েল বেঙ্গল টাইগার ও পাঁচটি সাদা বাঘ রয়েছে। অবনী ও ব্যোমের প্রথম জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীরা মজা করে।

Advertisement
POST A COMMENT