উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজনগর এক্সটেনশন অফিসার সিটিতে একদল কুকুর এক তরুণীকে আক্রমণ করে। স্থানীয় এক ডেলিভারি বয় কুকুরগুলিতে তাড়িয়ে দিয়ে বাঁচায় তরুণীকে। এলাকার বাসিন্দারা জানান, এধরণের হামলার ঘটনা প্রায়ই ঘটে। তবে এর সমস্যা সমাধানে তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।