Advertisement

Pakistan Flag: কী কাণ্ড! রাস্তায় লাগানো পাকিস্তানের পতাকা সরিয়ে স্কুল থেকে বহিস্কৃত ছাত্রী

Pahalgam এ জিহাদি হামলার পর থেকে Pakistan এর উপর প্রত্যাঘাতের দাবিতে কার্যত ফুঁসছে গোটা দেশ। এক সপ্তাহেরও বেশি সময় কেটে গেলেও কেন এখনও কড়া প্রত্যাঘাত করল না Indian Army তা নিয়েও ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের পতাকার স্টিকার রাস্তায় সাঁটিয়েও চলছে প্রতিবাদ। সেই পতাকার স্টিকার মাড়িয়ে চলে যাচ্ছে গাড়ির চাকা, পথচারীরা। কিন্তু পাকিস্তানের পতাকার স্টিকার রাস্তায় সাঁটানো রয়েছে দেখতে পেয়েছিল এক ছাত্রী। দু চাকার গাড়িতে স্কুল থেকে ফেরার পথে বিষয়টি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে রাস্তা থেকে পাকিস্তানের পতাকার স্টিকারগুলি তুলে ফেলতে শুরু করে ওই ছাত্রী। ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরালও হয়। কিন্তু শাস্তি হিসাবে এই ছাত্রীকে নাকি স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে।

Demand for retaliation on Pakistan after Pahalgam incident

Advertisement