ধনতেরাসে লক্ষ্মী-গণেশের সোনা বা রুপোর মুদ্রা কেনেন বহু মানুষ। এবার 'রামলালা'র প্রতিকৃতি বিকোচ্ছে সোনার দোকানে। এছাড়া অযোধ্যার রাম মন্দিরের 'ছোট রূপ' কিনতেও ভিড় জমিয়েছেন ক্রেতারা। গুজরাতের সুরাতের দোকানদাররা জানাচ্ছেন, এ বছর লক্ষ্মী-গণেশের কয়েনের চেয়ে বেশি বিকোচ্ছে রামলালার প্রতিকৃতি।