'বিশ্বে জগন্নাথ ধাম একটাই। অন্য কোনও জায়গাকে জগন্নাথ বলা সম্ভব নয়। সনাতনে চতুর্ধামের একটি জগন্নাথ ধাম পুরী'। দিঘার মন্দির নিয়ে মন্তব্য পুরীর বিজেপি সাংসদের। তাঁর কথায়,'আর কোনও জায়গাকে জগন্নাথ ধাম বলা সম্ভব নয়। একমাত্র শ্রীক্ষেত্রেই নারায়ণ বিরাজমান'।