Advertisement

Vaishno Devi Temple: জম্মু থেকে বৈষ্ণো দেবী পর্যন্ত সরাসরি হেলিকপ্টার পরিষেবা, খরচা কত?

জম্মু থেকে এবার বৈষ্ণো দেবী পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু হল। সরাসরি জম্মুর কাটরা থেকে মাতা বৈষ্ণো দেবী পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস চালু হল। শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ডের সিইও আনশুল গর্ব জানান, "তীর্থযাত্রীরা ওয়েবসাইট থেকে হেলিকপ্টার পরিষেবার সুবিধাগুলি পেতে পারেন। দুটি ধরণের প্যাকেজ রয়েছে। একটি প্যাকেজ রয়েছে একই দিনে ফেরত এবং আরেকটি প্যাকেজ রয়েছে পরের দিন ফেরত।

Advertisement
POST A COMMENT