Advertisement

Mahakal Temple: উজ্জয়িনীর মহাকাল মন্দিরে দীপাবলিতে বিশেষ ভস্ম আরতি, দেখুন VIDEO

দীপাবলি উৎসব উদযাপন করতে এবং বাবা মহাকালের কাছ থেকে আশীর্বাদ নিতে রবিবার সকালে ভক্তরা উজ্জয়নীর মহাকাল মন্দিরে ভিড় করেছিলেন। ভস্ম আরতির সময় মহাকালের পূজা করা হয় এবং তারপরে 'চাপন ভোগ' নামে পরিচিত নৈবেদ্য দেওয়া হয়। দীপাবলির দিন মহাকাল মন্দিরের সামনে পাঁচটি প্রদীপ রাখে মন্দির কমিটি ও পুরোহিতের পরিবার।

Advertisement
POST A COMMENT