Advertisement

Diwali 2023: রজৌরিতে হিন্দুদের উৎসব উজ্জ্বল করতে চার দশক ধরে প্রদীপ বিক্রি হুসেনের

জম্মু ও কাশ্মীরের রাজৌরির একজন ৭০ বছর বয়সী মুসলিম ব্যক্তি করওয়া চৌথ এবং দীপাবলির মতো উৎসবের জন্য প্রদীপ তৈরি এবং বিক্রি করেন৷ মোহাম্মদ হুসেন এবং তার স্ত্রী আসিয়া খাতুন চার দশকেরও বেশি সময় ধরে তাদের আয়ের একমাত্র উৎস হিসেবে প্রদীপ বিক্রি করছেন। তারা জানান, কখনও কখনও তারা দরিদ্র মহিলাদের স্টলে বিনামূল্যে প্রদীপ দিয়ে দেন।

Advertisement
POST A COMMENT