ভারতের প্রতিবেশী কিন্তু শত্রু দেশ পরিচিত চিন ও পাকিস্তান। এরমধ্যে সামরিক সরঞ্জামের বহরে নিত্যনতুন আবিষ্কার করে প্রায়শই ভারতকে চাপে ফেলে দেয় লাল ফৌজ। আর সীমান্তে পাকিস্তানের অনুপ্রবেশ থেকে শুরু করে জঙ্গি কার্যকলাপ তো রয়েইছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনার জন্য সুখবর নিয়ে আনল DRDO। জানা গিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা এমন একটি দৈত্যাকার প্যারাশুটের নকশা তৈরি করেছে যে তাতে করে আস্ত একটা কামান বা গাড়ির ভার ও ওজন বহন করা সম্ভব। এই ডিজাইন তৈরি করেছে DRDO-এর এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাবলিশমেন্ট'।
DRDO parachute innovation shocks China and Pakistan