Advertisement

Osmania University: ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আর্টস কলেজ ভবন রাতে ইতিহাস জীবন্ত হয়ে ওঠে

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের আর্টস কলেজের আইকনিক ভবনটি মঙ্গলবার রাতে আলোকিত হয়েছে থিমভিত্তিক লেজার লাইট অ্যান্ড সাউন্ড শো দিয়ে। আর্ট কলেজের সম্মুখভাগে 'ডাইনামিক লাইটিং সিস্টেম', বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধ ঐতিহ্য এবং তেলেঙ্গানার ইতিহাসকে তুলে ধরে। এটি পর্যটন মন্ত্রকের কেন্দ্রীয় সংস্থাগুলির প্রকল্প সহায়তার অধীনে তৈরি করা হয়েছে। ৩০ মিনিটের লেজার শো উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তেলেঙ্গানার মন্ত্রী ভি শ্রীনিবাস গৌড়, তালাসানি শ্রীনিবাস যাদব এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডি রবিন্দর উপস্থিত ছিলেন। প্রতি সন্ধ্যায় সাউন্ড অ্যান্ড লাইট শো অনুষ্ঠিত হবে।

Advertisement
POST A COMMENT