Advertisement

S Jaishankar: শিকলে বেঁধে ভারতীয়দের পাঠিয়েছে আমেরিকা, কী পদক্ষেপ? যা বললেন জয়শঙ্কর

জয়শঙ্কর বিরোধীদের আশ্বস্ত করেছেন যে ভারত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলছে যাতে প্রত্যাবর্তনকারী নির্বাসিত ব্যক্তিদের সঙ্গে কোনওভাবে দুর্ব্যবহার করা হয় না। হাতে বাঁধা রয়েছে বেড়ি। পায়ে রয়েছে শিকল। অবৈধ ভারতীয়দের ঠিক এভাবেই বিমানে ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যে ঘটনার পর কেন্দ্রীয় সরকারকে নিশানা করল বিরোধীরা। তাদের প্রশ্ন, বিদেশে দেশের ভাবমূর্তি মোদী উজ্জ্বল করেছেন বলে দাবি করলেও তা কতটা অন্তঃসারশূন্য, এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল। রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সরকারের অবস্থান তুলে ধরলেন। তাঁর দাবি, এটা নতুন কিছু নয়। আগেও অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র।

Advertisement
POST A COMMENT