Advertisement

'উদ্দেশ্য দেশ বোঝে', Rahul Gandhi এর Vote Chori নিয়ে জবাব দিল Election Commission

সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। কোনও ভোটার কি ভোটচুরি করতে পারে? সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন,'ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে কেরল, কর্নাটক ও বিহারে। এতদিন পর এই ধরনের ভিত্তিহীন অভিযোগের মানে দেশ বোঝে'।

Advertisement
POST A COMMENT