সংসদে পেশের আগেই নাকি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট প্রকাশ্যে এসেছে। এনিয়ে রবিবারের সর্বদল বৈঠকে রীতিমতো সরব ছিলেন TMC সাংসদরা। ডেরেক ও'ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, লোকসভার এথিক্স কমিটির রিপোর্ট স্পিকারের কাছে জমা পড়ার আগেই কীভাবে সেই রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে গেল? তাঁদের অভিযোগ, এর আগেও মহুয়াকে ডেকে এথিক্স কমিটির জিজ্ঞাসাবাদের বিষয়টি সর্বসমক্ষে প্রকাশিত হয়ে গিয়েছিল। এই বিষয়গুলি অত্যন্ত গোপনে হওয়া উচিত। তবে কীভাবে এগুলি অন্যদের সামনে আসছে? সংসদের শীতকালীন অধিবেশনের আগের দিন ফের একই অভিযোগ উঠল।
Ethics committee report on Mahua Moitra public before submission