২০২৬-এর সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন European Commission President Ursula von der Leyen। তবে শুধু সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই India সফরে আসেননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা। তাঁর এবারের ভারত সফরের মূল উদ্দেশ্য হল ভারতের সঙ্গে ইউরোপীয় কমিশনের ''Mother Of All Deals' চুক্তি। ২০০৭ সাল থেকে এই চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ২০২৬ সালে ওই চুক্তি সম্পন্ন হতে চলেছে।
European Commission president Ursula von der Leyen attends 2026 republic day