ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যখন দেশজুড়ে সরব মুসলিম সমাজের বড় অংশ, তখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশ্ন তুলে দিলেন ওয়াকফ বোর্ডের কার্যকারিতা নিয়েই। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাত্কারে যোগীর মন্তব্য, 'যে কোনও ভাল কাজেই বিরোধিতা আসে। ওয়াকফ বিল নিয়েও সেটাই হচ্ছে। যাঁরা এই বিলের বিরোধী, তাঁদের প্রশ্ন করছি, ওয়াকফ বোর্ড কোন উন্নয়নমূলক কাজ করেছে মুসলিমদের জন্য? এরা শুধুমাত্র ব্যক্তিগ স্বার্থে কাজ করে। সরকারি সম্মত্তি দখল করে রেখে দিয়েছে।'