পুলিশের হাতে গ্রেফতার Fake IAS। তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট লেখা গাড়িটির সঙ্গে দু'টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং কিছু নথিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে Uttar Pradesh র এটাওয়ায়। জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেটের নম্বর প্লেট এবং ভারত সরকার লেখা একটি স্করপিও গাড়ি Lucknow র চারবাগ থেকে আসে এবং অ্যাপের মাধ্যমে একজন যাত্রীকে ফিরোজাবাদের উদ্দেশ্যেও বসায়। এরপর এই গাড়িটি সাইফাই থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আগ্নেয়াস্ত্র তাক করে যাত্রীর কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়।