Advertisement

Fake IAS Officer: IAS অফিসার সেজে গাড়িতে স্টিকার লাগিয়ে মেশিন হাতে প্রতারণা! তারপর...

পুলিশের হাতে গ্রেফতার Fake IAS। তার এক সঙ্গীকেও গ্রেফতার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট লেখা গাড়িটির সঙ্গে দু'টি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং কিছু নথিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে Uttar Pradesh র এটাওয়ায়। জানা গিয়েছে, ম্যাজিস্ট্রেটের নম্বর প্লেট এবং ভারত সরকার লেখা একটি স্করপিও গাড়ি Lucknow র চারবাগ থেকে আসে এবং অ্যাপের মাধ্যমে একজন যাত্রীকে ফিরোজাবাদের উদ্দেশ্যেও বসায়। এরপর এই গাড়িটি সাইফাই থানা এলাকার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আগ্নেয়াস্ত্র তাক করে যাত্রীর কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়।

Advertisement