নয়ডায় নকল পুলিশের পর্দাফাঁস করল আসল পুলিশ। ধৃতরা নিজেদের রীতিমতো আন্তর্জাতিক অপরাধ দমন শাখার অংশ বলে পরিচয় দিত। রীতিমতো উচ্চপদস্থ IPS আধিকারিকের মতো নীল বাতি দেওয়া গাড়ি, সশস্ত্র রক্ষী নিয়ে ঘুরতেন তাঁরা।