Advertisement

PM Modi: 'মোদীর আদর্শ হল 'জাতি প্রথম', পরিবার কটাক্ষে বিরোধীদের জবাব প্রধানমন্ত্রীর

মোদীর পরিবার নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিরোধীরা আক্রমণ করেন এভাবে। এর জবাব দিলেন মোদী। ওড়িশার জাজপুরে প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিআই জোটের লোকেরা বলছে মোদীর পরিবার নেই। তিনি বলেন, আপনার আদর্শ হল পরিবার প্রথম, কিন্তু মোদীর আদর্শ হল জাতি প্রথম।

TAGS:
Advertisement
POST A COMMENT