scorecardresearch
 
Advertisement

Grows Apples In 45 Degree Temperature: গাজিপুরে ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ফলছে আপেল

Grows Apples In 45 Degree Temperature: গাজিপুরে ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ফলছে আপেল

সাধারণত আপেলের ফলন হয় ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় আপেলের ফলন হওয়া কেউ ভাবতেই পারে না। উত্তরপ্রদেশের গাজিপুরের সুনীল কুশওয়াহা ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেই ফলিয়েছেন আপেল। সুনীল কুশওয়াহা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। গাজিপুরে ৪ বিঘা জমিতে প্রথম আপেল চাষ শুরু করেন। তিনি হারমান ৯৯ নামে একটি আপেলের জাত খুঁজে পান, যা উষ্ণ আবহাওয়ায় বৃদ্ধি পায়। তিনি ২০২০ সালে তার খামারবাড়িতে ২২২টি গাছ রোপণ করেছিলেন। ৪৫ ডিগ্রি তাপমাত্রাতেই আপেলের ফলন হয়।

TAGS:
Advertisement