নয়া কৃষি বিলে বিরাট লাভ পাবেন কৃষকরা। FICCI-এর ৯৩ তম বার্ষিক সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে তিনি বললেন, দেশের মান্ডিগুলির আধুনিকীকরণ করা হচ্ছে এবংল কৃষকরা ডিজিটাল মাধ্যমেও অনেক সুবিধা পাবেন।