উত্তরপ্রদেশের লখিমপুরে নবজাতক সন্তানের মৃতদেহ ব্যাগে নিয়ে জেলাশাসকের দফতরে পৌঁছলেন বাবা। তাঁর অভিযোগ, বেসরকারি হাসপাতালের ডাক্তাররা ২৫ হাজার টাকা দাবি করেছিলেন। পকেটে মাত্র ৮ হাজার টাকা ছিল। সেটাই জমা দিয়েছিলেন। তা সত্ত্বেও চিকিৎসা করা হয়নি। মহিলাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। ডিএম দুর্গা শক্তি নাগপাল তদন্তের নির্দেশ দিয়েছেন। হাসপাতালটি সিল করে দিয়েছেন সিএমও।