Advertisement

Viral Video: গা হিম ভাইরাল, সাইক্লোন ফেঙ্গাল ইন্ডিগোর বিশাল প্লেন রানওয়েতে আছড়ে মারল

বাইরে ব্যাপক ঘূর্ণিঝড়। দূর দূর পর্যন্ত কোনও মানুষ নেই। শুধু গাছের ডালপালা একনার দিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। শুধু শোনা যাচ্ছে হাওয়ার শব্দ। প্রকৃতির রুদ্ররূপের কাছে আমরা সকলেই তুচ্ছ। প্রকৃতির কী তাণ্ডব তা না দেখলে বিশ্বাস হবে না। আর এই ফেনজলের তাণ্ডবের মাঝেই এয়ারপোর্টে হঠাৎ করে একটা যাত্রী ভর্তি বিমান ল্যান্ড করছিল। আর ল্যান্ড করতে গিয়েই ঘটল চরম বিপত্তি। রানওয়েতে নামার সময় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মুখে পড়ে বিমানটি। আর তাতেই যাত্রী বিমানটি টলতে শুরু করে। দেখে ধরেই ফেলা হয়েছিল যে এই বুঝি ক্র্যাশ করবে। একেবারে আছরে পড়বে পড়বে করছে। এমন সময় পাইলটের দক্ষতার জেরে রক্ষা পেলেন শতাধিক যাত্রী। ল্যান্ড না করে সেখান থেকে ফের আকাশে উড়ে যায় বিমানটি। যদি ওই সময় ল্যান্ড করত তাহলে হয়তো বড়সড় বিপদ ঘটে যেতে পারত। তবে পাইলটের দক্ষতার জন্যই সবাই বেঁচে যায়। যোমের দরজা থেকে বেঁচে ফিরে আসার সেই ভয়ঙ্কর ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর। আপনাদের দেখাব সেই ভিডিওটা-

Fengal cyclone disrupts airplane landing in Chennai

Advertisement