scorecardresearch
 
Advertisement

Mahakaleshwar Temple: উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে রং পঞ্চমীর উৎসব, দেখুন VIDEO

Mahakaleshwar Temple: উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে রং পঞ্চমীর উৎসব, দেখুন VIDEO

রংপঞ্চমী উপলক্ষে রবিবার উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন ভক্তরা। ভক্তরা মহাকালকে ফুল নিবেদন করেন এবং ফুল থেকে তৈরি রং । সকালে মহাকালের দরবারে ভস্ম আরতি করা হয়। মহাকালকে দুধ, দই ও জল দিয়ে অভিষিক্ত করা হয়েছিল। এরপরই মন্দিরের পুরোহিতরা ভক্তদের গায়ে গুলাল ও রং বর্ষণ করেন।

Advertisement