পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান নিয়ে তিনজন বাইকে করে ভোপালের একটি পেট্রোল পাম্পে যায়। প্রথম আপনার দেখে মনে হবে, তেল ভরাতে তাঁরা পেট্রোল পাম্পে এসেছেন। পেট্রোল পাম্পের কর্মীও তাই ভেবেছিলেন। তিনি সেই মতো তেল দিতে শুরু করেন। তবে ওই তিন ব্যক্তির উদ্দেশ যে অন্য কিছু ছিল তা বুঝতে খুব একটা দেরি হয়নি। তেল ঢালার সময়, তিন জনের মধ্যে এক লাইটার বের করে জ্বালান। দাম করে আগুন ধরে যায় তখন। আগুন জ্বলেছে দেখে বাইক রেখে তিনজন পালাতে যায়। তারা বাইক ফেলে রেখেই চলে যায়। সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টা ধরা পড়েছে।
Fire averted at petrol pump in Bhopal