Advertisement

চুরির শাস্তিও গুলি! তিন চোরের হাফ-এনকাউন্টার করল UP Police

সোমবার ও মঙ্গলবার মধ্যরাতে উত্তর প্রদেশের সিরসাগঞ্জ এলাকায় দুষ্কৃতীদের হাফ-এনকাউন্টার করল পুলিশ। পুলিশের গুলিতে আহত হন মহসিন এবং সাহিল। তৃতীয় অভিযুক্ত কামালকে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে। তিন অভিযুক্তই হাথরাস জেলার সাদাবাদ এলাকার বাসিন্দা। নগদ ৫,৪০০ টাকা, ৬টি মোবাইল ফোন, একটি চুরি যাওয়া মোটরসাইকেল, তিনটি পিস্তল এবং প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার হয়েছে।

Advertisement
POST A COMMENT