scorecardresearch
 
Advertisement

chandrayaan 3 News Update : চন্দ্রযান-3-র ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় ধরা পড়ল চাঁদের নতুন ভিডিও

chandrayaan 3 News Update : চন্দ্রযান-3-র ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় ধরা পড়ল চাঁদের নতুন ভিডিও

দীর্ঘ প্রতীক্ষা, জল্পনার অবসান ঘটিয়ে বুধবার, 23 অগস্ট চাঁদের মাটিতে পা রেখেছে চন্দ্রযান -3. চাঁদের দক্ষিণ মেরুর কৃষ্ণকায় অঞ্চলে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রমের সেই অবতরণের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করেছে ISRO. চন্দ্রযান-3 এর ল্যান্ডার ইমেজার ক্যামেরায় ধরা পড়েছে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণের সেই ঐতিহাসিক মুহূর্ত। ভিডিওটি দেখা যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর সেই কালো অংশে এবড়ো খেবড়ো গর্তে ভরা চাঁদের মাটি। সেখানে ধীরে ধীরে সফট ল্যান্ডিং করে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম। আসুন দেখে নিই সেই ঐতিহাসিক মুহূর্ত আরও একবার।

First images of Moon released by Chandrayaan-3 lander Vikram

Advertisement