Operation Sindoor র পর প্রথম Republic Day ছিল সোমবার, ২৬ জানুয়ারি। Indian Army র শৌর্যের প্রমাণ হিসাবে যখন কর্তব্যপথের আকাশ দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক Rafale, Apache Helicopter, Sukhoi-30 Fighter Jet তখন কর্তব্যপথ দিয়ে প্যারেড করে যাচ্ছে ভারতীয় সেনার একের পর এক বাহিনী। Misslie, কামান, রকেট লঞ্চার-সহ আধুনিক অস্ত্রের সম্ভারও প্রদর্শিত হয় এদিনের কুচকাওয়াজে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন European Commission President Ursula von der Leyen এবং European Council President Antonio Costa। সেই সময় কর্তব্যপথে প্যারেডে ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিতে দেখা যায় ইউরোপী ইউনিয়নের সেনাকেও।
First Republic Day parade after Operation Sindoor