Advertisement

Landslide: যেন গোটা পাহাড় নিচে নেমে এল, ভয়ঙ্কর ধস হিমাচলে, দেখুন VIDEO

হিমাচলে ভয়ঙ্কর ভূমিধস। যেন হঠাৎ গোটা পাহাড় নিচে নেমে এল। রাস্তা দিয়ে তখন গাড়ি যাচ্ছিল। যদিও কেউ চাপা পড়েনি। আর একটু হলেই পাহাড় চাপা পড়ে যেত বেশ কয়েকটি গাড়ি। হিমাচল প্রদেশের সিরমাউর জেলার জাতীয় সড়ক ৭০৭ এর উপর ভূমিধস ঘটে। রাস্তাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। নাহান এবং পাওন্তা সাহেবের দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। জেলা আধিকারিকদের মতে, কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

Advertisement
POST A COMMENT