ঘূর্ণিঝড় রিমালের প্রভাব হিসাবে, মনিপুরে গত দুই দিন থেকে অবিরাম বৃষ্টিপাত হয়েছে যার ফলে রাজ্যের অনেক অঞ্চলে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মণিপুরের ইম্ফল উপত্যকায় ভারী বর্ষণে বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপচে পড়া ইম্ফল নদীটি বেশ কয়েকটি এলাকা প্লাবিত করেছে। শত শত বাড়িতে জলে ডুবে গেছে। উপচে পড়া নাম্বুল নদীর কারণে খুমান লাম্পাক, নাগারাম, সাগোলবন্দ, উরিপোক, কেইসামথং এবং পাওনা এলাকা সহ ইম্ফল পশ্চিম জেলার অন্তত ৮৬টি এলাকা থেকে বন্যার খবর পাওয়া গেছে।