Advertisement

Flood situation Assam: অসমের বরপেটাতে কমছে বন্যার জল, বিপদসীমার ওপর দিয়ে বইছে অনেক নদী

বরপেটাতে মানুষের জন্য একটি বড় স্বস্তিতে, বন্যার জল কমতে শুরু করেছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক থেকে অনেক দূরে। মোরাচাউলখোয়া, নাখাদা ও ভেলেঙ্গী নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও হ্রাস পাচ্ছে। বন্যার কারণে শুধু বারপেটা জেলাতেই ৭৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ২৫২ হেক্টর কৃষি জমি জলের তলায়। বরপেটার ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। জেলায় ছয়টি বন্যা ত্রাণ শিবির কাজ করছে।

Advertisement
POST A COMMENT