২০২৪-এর লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কটা বাড়িয়ে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ শ্রেণীর মহিলারা ভোটের আগে অ্যাকাউন্টে পেতে শুরু করেছিলেন কড়কড়ে এক হাজার টাকা। আর তফসিলি জাতি, উপজাতি ও অন্য অনগ্রসর শ্রেণির মহিলারা পাচ্ছিলেন ১৫০০ টাকা করে। ভোটের আগে মমতার এই মাস্টার স্ট্রোক বেশ কাজে দিয়েছিল। ভোটের ফল বেরনোর পর দেখা গেল লক্ষ্মীর ভাণ্ডারের ডিভিডেন্ট ভালোই ঘরে তুলেছে রাজ্যের শাসক দল। এমনকী বিরোধীরাও একবাক্যে মেনে নিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই তৃণমূল ভোটে অনেকটাই সুবিধা পেয়েছে।
FM announces ₹1,500 a month allowance to women