scorecardresearch
 
Advertisement

Nestle: Nestle-র সেরেল্যাকে চিনি, বিপদ কত? যা জানা জরুরি, দেখুন

Nestle: Nestle-র সেরেল্যাকে চিনি, বিপদ কত? যা জানা জরুরি, দেখুন

নেসলের সেরেল্যাকে অতিরিক্ত চিনি মেশানোর অভিযোগ উঠেছে। ভারত সরকারের স্ক্যানারেও এসেছে নেসলে কোম্পানি। ভারতে বিক্রি হওয়া শিশুদের খাবারে চিনি মেশানোর অভিযোগের তদন্ত করতে বলেছে সরকার। একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে নেসলে ভারতে বিক্রি হওয়া শিশুর খাবারে চিনি যোগ করছে, যার পরে এই সংস্থাটি সরকারের নজরে এসেছে।

Advertisement