Advertisement

Jaishankar Bangladesh: বাংলাদেশে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা-ভাঙা হচ্ছে মন্দির, চিন্তিত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর বেশি হামলা চালানো হচ্ছে, যা উদ্বেগের বলে মঙ্গলবার রাজ্যসভায় জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এদিন রাজ্যসভায় বাংলাদেশ নিয়ে বিবৃতি দিয়ে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, 'বাংলাদেশ আমাদের খুব কাছের। জানুয়ারি মাস থেকে সেখানে উত্তেজনা রয়েছে। জুন-জুলাইয়ে হিংসা শুরু হয়। সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমরা নিয়মিত যোগায়োগ রেখেছিলাম। কোটা ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। শেখ হাসিনাকে ইস্তফা দিতে হল। ৪ অগস্ট পরিস্থিতি আরও খারাপ হয়। অধিকাংশ হামলা চালানো হয়েছে সংখ্যালঘুদের উপর, যা উদ্বেগের।'

Advertisement
POST A COMMENT