চন্দ্রযান 3 সফল হবেই। নিশ্চিত করলেন ডিআরডিও -এর প্রাক্তন চিফ কন্ট্রোলার অপথুকথা সিভাথানু পিল্লাই। চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে চন্দ্রযান-3৷ ইতিমধ্যেই সফল ভাবেই এগিয়ে চলেছে ৷ শনিবার গভীর রাতে দ্বিতীয় ডিবুস্টিং সফল হয়েছে চন্দ্রযান-3-এর ৷ চাঁদ থেকে আর মাত্র 25 কিলোমিটার দূরে রয়েছেন চন্দ্রযান-3৷ শনিবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও -এর প্রাক্তন চিফ কন্ট্রোলার অপথুকথা সিভাথানু পিল্লাই বলেছেন মিশনটি 100 শতাংশ সফল হবে।
Former Scientist On How Chandrayaan-3 May Identify A Future Energy Source