Advertisement

Flash Floods: পুঞ্চে 'আকস্মিক বন্যা', প্রবল জলের স্রোতে আটক গাড়ি থেকে উদ্ধার যাত্রীদের, VIDEO

সোমবার সন্ধ্যায় মেনধারে আকস্মিক বন্যা হয়। প্রবল জলের স্রোতে আটকে পরে একটি গাড়ি। গাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়। ভারী বর্ষণে বেশ কয়েকটি এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। মেনধার মহকুমার চত্রাল নালায় আকস্মিক বন্যায় চার ব্যক্তি আটকা পড়েন। যাত্রীদের উদ্ধার করা হয় প্রথমে। পরে গাড়িটিকে সরিয়ে আনা হয়। দেখুন ভিডিও।

Advertisement
POST A COMMENT