Advertisement

Charan Paduka: তেলেঙ্গানা থেকে সোনার 'চরণ পাদুকা' নিয়ে অযোধ্যার পথে বৃদ্ধ

হায়দরাবাদের ৬৪ বছর বয়সী এক ব্যক্তি, চল্লা শ্রীনিবাস শাস্ত্রী রাম মন্দিরের 'প্রাণ প্রতিস্থা' অনুষ্ঠানের আগে তার সঙ্গে খাদাউন 'চরণ পাদুকা' নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ৭২০০ কিলোমিটার রাস্তা তিনি হেঁটে যাচ্ছেন। তিনি জানান, ৪ কেজি রূপো দিয়ে এই পাদুকা তৈরি করেছেন। তার ওপর সোনার প্রলেপ দিয়েছেন। অযোধ্যায় ১৫ জানুয়ারি তিনি অযোধ্যায় পৌঁছানোর লক্ষ্য নিয়েছেন। ১৬ জানুয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এই চরণ পাদুকা দেবেন।

Advertisement
POST A COMMENT