scorecardresearch
 
Advertisement

INS Vikrant: নৌসেনার হাতে অমিত-শক্তিধর রণতরী আইএনএস বিক্রান্ত, দুটি ফুটবল মাঠের সমান

INS Vikrant: নৌসেনার হাতে অমিত-শক্তিধর রণতরী আইএনএস বিক্রান্ত, দুটি ফুটবল মাঠের সমান

অপেক্ষার পালা শেষ। ভারতের তৈরি প্রথম নিজস্ব প্রযুক্তি ও ক্ষমতায় তৈরি বিমানবাহী রণতরী,আইএনএস বিক্রান্ত,আজ শুক্রবার কোচিন শিপইয়ার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়ে গেল ৷ আইএনএস বিক্রান্ত হল ভারতের সামুদ্রিক ইতিহাসের সবচেয়ে ব্যায়বহুল ও দামী জাহাজ। এটি তৈরিতে খরচ পড়েছে ২০,০০০ কোটি টাকা। সময় লেগেছে ১৩ বছর। এদিন ভারতীয় নৌবাহিনীর নতুন প্রতীকও উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। এই প্রতীক অতীতের ঔপনিবেশিক ছোঁয়া থেকে মুক্ত, যা দেশীয় ও নিজস্ব পরিচয় বহন করছে। একটি প্রতিরক্ষা বিবৃতিতে বলা হয়েছে,'বিক্রান্ত'-এর কমিশনিং দেশের স্বাধীনতা সংগ্রামী এবং ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সৈন্যদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের স্বদেশীকরণের ক্ষমতা প্রদর্শন করবে।

fully india made fighter ship ins vikrant launched by pm narendra modi suc ssr

Advertisement