scorecardresearch
 
Advertisement

Ganga Aarti: ঋষিকেশে গঙ্গা আরতি, অংশ নিলেন জি-২০-র প্রতিনিধিরা

Ganga Aarti: ঋষিকেশে গঙ্গা আরতি, অংশ নিলেন জি-২০-র প্রতিনিধিরা

ঋষিকেশে ২৫ মে থেকে শুরু দ্বিতীয় জি ২০ অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপের বৈঠক। বিদেশি প্রতিনিধিরা পৌঁছে গেছেন ঋষিকেশে। বুধবার ঋষিকেশের পরমার্থ নিকেতনে আয়োজন করে গঙ্গা আরতির। জি-২০ প্রতিনিধিরা এই গঙ্গা আরতিতে অংশ নিয়েছিলেন। উত্তরাখণ্ডের মুনি কি রেতিতে জি-২০ সভা হবে। ২০ টি দেশের প্রায় ২০০ প্রতিনিধি ও ১০ টি সংস্থার প্রতিনিধি এই বৈঠকে অংশ নিচ্ছেন।

Advertisement